চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অগ্নিকাণ্ডে প্লাস্টিক ও মুড়ির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এসময় বেশ কয়েকটি কাঁচা বসতঘরও পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (২৩ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন বাকলিয়া শহীদ এন এম এম জে বিশ্ববিদ্যালয় কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে যায়। লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
জা// দৈনিক দেশতথ্য// ২৩ অক্টোবর ২০২২//