Print Date & Time : 13 July 2025 Sunday 10:12 am

চট্টগ্রামে ‘বঙ্গবন্ধুর দেয়ালচিত্র’ ভাঙচুর, আটক ৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জামাল খানে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভেঙে দেয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ।

আটক ৫ জন হলেন, যুবদল কর্মী মো. মাহবুব সিদ্দিকী, ছাত্রদল কর্মী মো. এরফান, যুবদল কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম, যুবদল কর্মী মো. ইমন খান এবং মো. মহিউদ্দিন হাসান ইমন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘তারা সমাবেশে যাওয়ার পথে কোতোয়ালি থানার জামালখান এলাকায় বিভিন্ন দেওয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত চল্লিশটি ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল, নৌকার প্রতীক ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বহদ্দার হাট এলাকা থেকে আসা বিএনপির একটি বিশাল মিছিল চকবাজার-জামালখান হয়ে সমাবেশ স্থলে যাওয়ার পথে এসব দেয়ালচিত্র ভেঙে দেয়। এর আগে মিছিলটি চট্টগ্রাম কলেজের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কেউ আহত না হলেও দুই পক্ষকে লাঠিসোটা নিয়ে শোডাউন দিতে দেখা যায়।

এমন ঘটনার নিন্দা জানিয়ে জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, তাদের আজ সমাবেশ ছিল। কিন্তু যাওয়ার সময় তারা এত সুন্দর দেয়ালচিত্রগুলো ভেঙে দেন। তারা জনগণের সমর্থন আদায়ের জন্য সভা সমাবেশ করেছে না। তারা এসব কাজ করে বুঝিয়ে দিচ্ছে পরবর্তীতে ক্ষমতায় আসলে এ ধরনের অবস্থা হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করুক এবং দায়ী দের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

ওসি জাহেদুল কবির বলেন, ‘এই ঘটনায় তৎক্ষনাৎ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//