Print Date & Time : 7 July 2025 Monday 10:00 pm

চট্টগ্রামে লাইটার জাহাজে পণ্য পরিবহন ধর্মঘট

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দরে সকাল থেকে নগরীর সদরঘাট ও বাংলা বাজার এলাকায় ১৬ বেসরকারি নৌঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ আছে।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে আজ শুক্রবার ভোর ৬টা থেকে চট্টগ্রামে লাইটার জাহাজের শ্রমিকেরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেছে।

ধর্মঘটের কারণে বন্দরের বহিঃনোঙ্গর থেকে সারাদেশে আমদানি পণ্য পরিবহন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

‘সর্বস্তরের নৌযান শ্রমিকবৃন্দ’ ব্যানারে বৃহস্পতিবার বিকেলে নগরীতে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//