Print Date & Time : 28 August 2025 Thursday 7:25 am

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের পর হত্যা

চট্টগ্রাম বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকার পরিত্যক্ত বাসা থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তবে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শনিবার রাতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার বাবা পেশায় রিকশা চালক, মা ভিক্ষা করেন।  

সকালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে।  

ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনাটি বেশ দুঃখজনক। আমাদের একাধিক টিম কাজ করছেন। অপরাধী যেই হোক পার পাবে না।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২২//