Print Date & Time : 10 May 2025 Saturday 9:13 pm

চট্টগ্রামে সিএমপি কমিশনারের বিদায় সংবর্ধনা

আজ (১৪ জুলাই ২০২২) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড দামপাড়াস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে বিদায় সংবর্ধনা দিযেছে।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের নেতৃত্বে সংসদের অধীন সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা ক্রেস্ট ও ফুল দিয়ে পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। 

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। সভা সঞ্চালনায় ছিলেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) আমীর জাফর (অতিরিক্ত ডিআইজি), কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মহানগর ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী কাজী নুরুল আবছার, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনসুরুর রহমান, সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা নওশাদ মাহমুদ রানা, সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমূখ।

উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের অধীন কোতোয়ালী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, বাকলিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, খুলশী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, পতেঙ্গা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন,  আকবর শাহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্লাহ, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমদ, হালিশহর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস, ইপিজেড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বন্দর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, সদরঘাট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ডবলমুরিং কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আবদুল হাফেজ, শামসুল আলম, আবদুস ছবুর, এস.এম ময়নূল হোসেন, সৈয়দ আহমদ, আবুল কাশেম, গোলাম নবী, শহীদুল ইসলাম দুলু, আবদুর রব কায়েস, সৈয়দ আবদুল গণি, প্রণাল চৌধুরী, লিয়াকত হোসেন, আবদুল লতিফ, আবুল হোসেন, নূর মিয়া, প্রশান্ত সিংহ প্রমূখ। 

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৪,২০২২//