চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সেনা সদস্যের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাছেল মো. ইফাত নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
জানা যায়, রাছেল মো. ইফাত, সীতাকুণ্ড থানার মৌলভীপাড়ার মো ইসমাইলের ছেলে।
পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রাছেল মো. ইফাত নিজেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দেয়। কয়েকদিন টানা হাসপাতাল এলাকায় আসার পর সন্দেহ হওয়ায় রাছেল মো. ইফাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয় পত্রও জব্দ করা হয়েছে। রাছেল হাসপাতাল এলাকায় প্রতারণা করার জন্য এসেছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৩,২০২২//

Discussion about this post