Print Date & Time : 2 July 2025 Wednesday 8:33 pm

চট্টগ্রামে ১৬ জনের করোনা, ১৮ জনের ডেঙ্গু শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। রোববার (৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৬ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৪৯ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ১৭০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৭৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এসময়ে কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চমেক হাসপাতালে সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৫ জন ভর্তি হয়েছেন। চমেক হাসপাতালে সর্বমোট ২৩ জন চিকিৎসাধীন। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ ১ হাজার ৮৫ জন ছাড়পত্র পেয়েছেন।

জা// দেশতথ্য বাংলা// ৯ অক্টোবর ২০২২//