মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম এর পারিবারিক মিলনমেলা ও পিকনিক সম্পন্ন হয়েছে।
সম্প্রতি নগরীর দক্ষিণ কাট্টলীর সাগরতীরে অবস্থিত চারুলতা পার্ক এন্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসংযোগ সমিতি একটি ঐতিহ্যবাহী ও সন্মানজনক সংগঠন। এ সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের পরিচিতি ও সুনাম দৃশ্যমান। তাঁদের ক্ষুরধার লেখনির মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পায়। তিনি এ সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।
উক্ত পারিবারিক মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠানে চট্টগ্রামের প্রায় ১০০ জনসংযোগবিদ ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দগণ অংশগ্রহন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ৮-৩০ মি: নগরীর ষোলশহর শপিং কমপ্লেক্সের সামনে জমায়েত ও রিপোটিং, সকাল ৯ টায় বাসে আসন গ্রহণ এবং চারুলতা পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাত্রা, সকাল ১০ টায় চারুলতা পার্কে উপস্থিত এবং সকালের নাস্তা গ্রহণ, সকাল ১০-৩০ মি: পার্ক পরিদর্শন, বেলা ১১টায় : পারিবারিক মিলনমেলা অনুষ্ঠান “আনন্দে আনন্দে আমাদের কথা ও গান’, দুপুর ১-৩০ মি: প্রীতি মধ্যান্ন ভোজে অংশ গ্রহণ, বিকেল ৩ টায় পার্ক পরিদর্শন ও ফটো সেশন, বিকাল ৪ টায় : বিকালের নাস্তা ও চা, বিকাল ৪-৩০ মি: বাসে আসন গ্রহণ এবং কর্ণফুলী নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু টানেল পরিদর্শন।
উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি কবি অভীক ওসমান ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকি।