Print Date & Time : 29 July 2025 Tuesday 12:35 pm

চট্টগ্রাম জোনাকী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনাকী ফাউন্ডেশন’ এর জোনাকী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জোনাকী মেধাবৃত্তির ৪র্থ তম এই পরীক্ষায় বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণির ১,৫৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।কেন্দ্র প্রধান ডা: মুহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জামশেদুল আলম।

পরীক্ষা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে জোনাকী মেধাবৃত্তি ২৩ এর পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার ইয়াকুব, এসকান্দর চৌধুরী হিরু, ওবায়দুল হক টিটু প্রমুখ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সামাজিক সংগঠনসহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: রাশেদুল আলম বলেন, জোনাকী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মেধাবৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জড়িত ইনশাআল্লাহ এসব মানবিক কাজগুলো আগামীতেও অব্যাহত থাকবে।

জোনাকী ফাউন্ডেশন চট্টগ্রামভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেটি ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদান, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবৃত্তি পরীক্ষা, বন্যার্থদের সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

দৈনিক দেশতথ্য//এইচ//