Print Date & Time : 26 August 2025 Tuesday 7:43 pm

চট্টগ্রাম মহানগরে ১৪ দলের সমন্বয়ক সুজন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন কে চট্টগ্রাম মহানগর ১৪ দল-এর সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন।

২১ মে (রবিবার) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ্য রয়েছে, গত ১৩ মার্চ কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি।

সভার সিদ্ধান্ত মোতাবেক খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম মহানগর ১৪ দল এর সমন্বয়ক করা হয়। ফলে, নির্বাচনী জোট শরিকদের পছন্দকেই মূল্যায়ন করল ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্ষীয়ান রাজনীতিবিদ সুজন ক্ষমতাসীন এই জোটকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//