Print Date & Time : 20 April 2025 Sunday 3:03 pm

চন্দন আহসান চৌধূরীর কবিতা

চন্দন আহসান চৌধূরী। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ। তিনি বিদগ্ধ লেখক কবি সাহিত্যিক। দৈনিক দেশতথ্য এসব গুণীজনদের সাহিত্য কর্মকে মূল্যায়ন করে।

চন্দন আহসান চৌধূরী বাবাকে নিয়ে স্মৃতি জাগানিয়া কবিতা লেখেছেন। আজ তার কবিতাটি ছাপা হলো।

কবিতার নামঃ

বাবা, তুমি আছো তো —

চন্দন আহসান চৌধুরীঃ

বইয়ের আলমারিতে চাবি পরাতে পরাতে আচমকা

তোমার বিছানার দিকে দৃষ্টি চলে গেলো,

সময় যেন শ্বেত পাথরের মতো জমাট হয়ে আছে

অতীত যেন লুটিয়ে আছে বিছানায় ঝরা বকুলের মতো !

তোমার বসার ভঙ্গিটা ছিল বড় অদ্ভুত !

আলতো করে ডান পা খানি ভাঁজ করা

বাম পায়ের উপর তুলে ঝুলিয়ে রাখতে

বাম হাতে বই আর ডান হাতে সিগারেট ধরে

একাগ্র চিত্তে পড়ে যেতে ঘন্টার পর ঘন্টা

ডান হাতের অনামিকায় হীরের আংটি

আলোর তীর ছুঁড়তো

বাবা, আজো স্পষ্ট দেখতে পাই বইয়ের

প্রতি পাতায় তোমার উজ্জ্বল মুখ।

কুচকুচে কালো চুল ব্যাক ব্রাশ করে কখনো হাসছো

কখনো আমায় কি করতে হবে তা বলছো

একটা হাত আমার পানে বাড়িয়ে যেন আমি তুলে দিচ্ছি…

হয় চায়ের কাপ নয়তো এক প্যাকেট সিগারেট

স্মৃতি এক আজব বাক্স।

সব…সবই সেখানে জমা থাকে মণিমুক্তার মতো

শেষ নি:শ্বাসে ডালা খুলে যায়।

তখন একে একে সব উড়ে যায়

রঙ বেরঙের পাখির মতো

ধীরে ধীরে আলমারি বন্ধ করে

চলে আসার সময় পিছন ফিরে

তোমার বিছানার উপর দৃষ্টি ফেললাম….

বাবা, তুমি আছো তো ?