চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১৫ জন। এ নির্বাচনে ব্যালটে নয়, এবার ভোট হবে ইভিএম পদ্ধতিতে।
এ লক্ষ্যে আগামী ১৩ জুন ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখাবে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চরপাথরঘাটা রিটার্নিং কর্মকর্তা আব্দুল শুক্কুর।
তিনি জানান, এক্ষেত্রে নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রেই ৯টি ওয়ার্ডে মক ভোট (অনুশীলনমূলক ভোট) নেওয়া হবে। এতে অংশ নেবেন সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের একশ করে ৯ শত ভোটার। এরা অন্তত প্রতিটি এলাকার এক হাজার ভোটারকে অবগত করলে একদিনে ৯ হাজার মানুষ সহজে জানতে পারবেন ইভিএমের ধারণা।
ইসি অফিস সূত্র আরো জানায়, মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পাশাপাশি ১৩ জুনের আগে সকল চেয়ারম্যান প্রার্থী, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের মাধ্যমেও চরপাথরঘাটা ইউনিয়নের সকল ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে লিফলেট, ব্যানার ও পেস্টুনসহ বিভিন্ন প্রচারণা করে ইভিএম সম্পর্কে ধারণা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেওয়ার আগে মক ভোটিং সম্পন্ন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জুন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হবে। ওই মক ভোটিং অনুষ্ঠানে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার উপস্থিত থেকে মক ভোটিং সম্পন্ন করবেন।
প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাওয়ায় ইভিএম-এ ভোটদানে ধারণা দিতেই অনুষ্ঠিত হবে মক ভোটিং। নির্বাচন কমিশন এই মক ভোটিং-এর মাধ্যমে ভোটারদের নতুন এই পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে থাকেন।
যদিও চরপাথরঘাটা এলাকার সাধারণ ভোটাররা জানান, তেমন কোনো প্রচার-প্রচারণা না করায় অনেকেই জানেন না এই মক ভোটিং সম্পর্কে। অনেকেই অন্যের কাছে শুনে গিয়েছেন। কোনো মাইকিং ও তারা শুনেননি বলে জানান।
আর//দৈনিক দেশতথ্য//৩ জুন/২০২২//