Print Date & Time : 22 April 2025 Tuesday 12:48 pm

চলন্ত ট্রাক বসত ঘরেঃ ঘুমের ঘোরে প্রাণ হারালেন স্বামী স্ত্রী

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে সারবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।
সানন্দবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোহায়ের হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো জয়নাল কৃষিকাজ করে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষ রাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরের ওপর উল্টে যায়। ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রীর মৃত্যু হয়।

ওসি যোহায়ের হোসেন খান বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কামরুন্নাহার শেফা ও সহকারী কমিশনার (ভূমি) অহনা জান্নাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।