Print Date & Time : 1 September 2025 Monday 5:10 pm

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মে) সকাল ৬টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি রাবির রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার সময় তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপা যাচ্ছিলেন।

সাজ্জাদের সঙ্গে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হরিয়ান এলাকায় পৌঁছালে ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে একাধিক পাথর ছোড়া হয়। জানালা খোলা থাকায় একটি পাথর সরাসরি সাজ্জাদের মাথায় আঘাত করে। এতে তার মাথা কেটে যায় ও রক্তপাত শুরু হয়।

তাৎক্ষণিকভাবে সহযাত্রীদের সহায়তায় রক্তপাত কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও মাথায় কয়েকটি সেলাই লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, “মধুমতি এক্সপ্রেস ট্রেনে আমাদের থানার পুলিশ দায়িত্বে থাকে না। অন্য থানার পুলিশ দায়িত্বে থাকে। আমি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনাটি জেনেছি এবং ওই ট্রেনে দায়িত্বরত পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এ ঘটনায় রেল কর্তৃপক্ষের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন যাত্রীরা।