কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১লা জানুয়ারি) সকালে ১১ টায় সারা দেশব্যাপী বই উৎসবের ন্যায় চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আজিজুল হাকিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ইউনুস মন্ডল সহ ছাত্র ছাত্রী, অভিভাবক ও অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ জানুয়ারি ২০২৪