চাঁদার টাকা না পেয়ে মা এর বাড়ির নির্মাণ কাজ বন্ধ করেছে সন্ত্রাসী পুত্র সাইফুল। মায়ের কাছে চাঁদাদাবির ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে ভেড়ামারা উপজেলার দোলুয়া গ্রামে।
বাড়ী মালিক জহুরা বেগম জানান, তার পুত্র সাইফুল গতকাল সোমবার সকাল দশটার দিকে রনি ও মিঠুকে নিয়ে কাজ বন্ধ করে দেয়। তার ভাই আব্বাস সহ অন্যান্য লোকজন সন্ত্রাসী পুত্র সাইফুল ও তার লোকদের আটক করে একটি আগ্নেয়াস্ত্র পায়। এরপর সন্ত্রাসীরা ধস্তাধ্বস্তি করে পালিয়ে যায়।
জহুরা আরো জানায় সে তার নাতির দেওয়া টাকা দিয়ে গৃহ নির্মাণ করছে। এর আগেও সাইফুল ৩০,০০০ টাকা নিয়ে গেছে। আরো ৪০ হাজার টাকা না দেওয়ায় সে কাজ বন্ধ করতে এসেছিল।
থানা সূত্র জানায় এলাকাবাসীর খবরে পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার নিয়ে এসেছে। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আকিবুল ইসলাম, এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোরসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১০,২০২৩//