নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :ময়মনসিংহের গৌরীপুরে চাকরি প্রার্থী একজনকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে শাহজাহান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপতের আলগী গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় মাকসিদুল গাজী (২৭) নামের এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাকসিদুল গাজীর বাড়ি খুলনায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আল ইমরান জানান, শাহজাহান প্রথমে পত্রিকায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পরে ঠিকানা মতো কোনো চাকরি প্রার্থী এলে তাকে নিজ বাড়িতে নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করেন। দুদিন আগে খুলনার মাস্টার্স ডিগ্রিধারী মাকসিদুল গাজী নামের বেকার যুবক বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ময়মনসিংহে আসেন। তারপর তাকে জিম্মি করা হয়। তার বাড়িতে মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শাহজাহান ও তার সঙ্গীরা।
গোপন সংবাদে শাহজাহানকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী মাকসিদুল গাজী বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার অন্য আসামিরা হলেন নাপতের আলগী গ্রামের সবুজ ও নান্দাইল উপজেলার শফিকুল। তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ‘শাহজাহান একটি অপরাধী চক্রের সদস্য। বুধবার শাহজাহানকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা রয়েছে।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post