Print Date & Time : 2 July 2025 Wednesday 7:28 am

চাড়ালকাটা নদীতে মিললো বস্তাবন্দি মরদেহ

নীলফামারীর চাড়ালকাটা নদী থেকে নিঁখোজের দুদিন পর আব্দুল ওয়াহেদ সরকার(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পাড়ঘাট ব্রীজের চাড়াল কাটা নদী থেকে লাশটি উদ্ধার করে।

আব্দুল ওয়াহেদ সরকার সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়া ডাঙ্গা শাহ পাড়া এলাকার মৃত্যু মতিয়ার রহমানের ছেলে। তিনি গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ।

পুলিশ ও এলাকাবাসী জানান, আব্দুল ওয়াহেদ সরকার দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন,তিনি স্টক করেছিলেন তাই কথা বলতে পারেন না। দুদিন থেকে নিখোজ তিনি। আজকে নদীতে একটি বস্তা ভেসে যেতে দেখে পরে এলাকার লোকজন বস্তাটি আটক করার পরে দেখতে পান বস্তার ভিতরে মানুষ পরে পুলিশকে জানালে । লাশটি উদ্ধার করেন পুলিশ।

নীলফামারী সদর থানার তদন্ত ওসি রুহুল আমিন জানায়,স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৩,২০২২//