সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন চাপড়া ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী এনামুল হক মনজু। স্থানীয় এলাকার সাধারণ মানুষের মুখে মুখে তাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।
চাপড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের নেতা এনামুল হক মনজুকে একজন যোগ্য চেয়ারম্যান হিসেবে পেতে স্থানীয় জনসাধারণ আশা করছে।
এনামুল হক মনজু ছাত্রজীবন থেকে জেলা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। শিক্ষাজীবনে তিনি গ্রাজুয়েশন শেষ করেন। এরপর জেলা কৃষক লীগ ও জেলা আওয়ামী লীগেরও সদস্য ছিলেন। এছাড়াও তিনি পরপর তিনবার লালন একাডেমির নির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রতিবেদককে জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দল থেকে তাকে চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করতে আগ্রহী। দল তাকে মনোনয়ন দিলে বিজয়ী হতে পারবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে তিনি এলাকার মাদক ও সন্ত্রাসমুক্তর পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা পালন করবেন।
তিনি আরো জানান, তার জীবনের সকল দক্ষতা কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন।
উল্লেখ্য, তাঁর পিতা ছিলেন জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও অত্র ইউপি’র ছয়বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হক কেরু মিয়া।