Print Date & Time : 5 July 2025 Saturday 7:42 pm

চার কোটি টাকা আত্মসাৎ: ব্যাংকার সুজিত মন্ডল জেলে

খুলনায় মজুদকৃত পাটের বিপরীতে সিসি লোনের টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক, স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক সুজিত কুমার মন্ডলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (১৬ মে) মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুদকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে চার কোটি ছয় লাখ টাকা সিসি লোন নেয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর গোডাউন থেকে পাট বের করার কথা থাকলেও ব্যাংকের ব্যবস্থাপক ও গোডাউন কিপারের যোগসাজসে ওই পাট বিক্রি করে অর্থ আত্মসাত করে। মামলায় একই সাথে সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ও গোডাউন ইনচার্জ নুরুল আমিনকেও আসামি করা হয়।

এব্যাপারে আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক খুলনার তৎকালীন সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। যার নং- মহানগর বিশেষ ৫/২০। এ মামলার অপর দুই আসামি জামিনে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৬,২০২২//