Print Date & Time : 30 July 2025 Wednesday 2:18 am

চার সন্তানের জননী যুবকের সাথে পরকীয়ার জেরে ট্রেনে কেটে আত্মহত্যা 

পলাশ কুমার ঘোষ, কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়ার জেরে ৪৫ বছর বয়সী চার সন্তানের জননী এক বিধবার ট্রেনে কেটে আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

বুধবার (১০ জুলাই) দুপুর একটায় তেবাড়িয়া রেলগেট সংলগ্ন জিজাবাগানে শাটল ট্রেনে কেটে আত্মহত্যার এই ঘটনা ঘটে।

আত্মহত্যা করেছেন যুগিয়া বারখাদার মৃত সঞ্জিত কুমার দাসের স্ত্রী ও জিজাবাগান বাটিকামারার মৃত হরিপদ দাসের মেয়ে ভারতী রানী দাস (৪৫)।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস ধরে একই গ্রামের বাসিন্দা মৃত মনির উদ্দিন শেখের বখাটে ছেলে মোঃ নয়ন শেখ (২২) সাথে ভারতী রানী দাসের পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। স্থানীয়দের হাতে ধরাও পরেন কয়েকবার। গত রোজার ঈদের কয়েকদিন আগেও উক্ত যুবকের সাথে পরকীয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এ নিয়ে  স্থানীয় কমিশনার আকাম উদ্দীন (আকায়) এর  মধ্যস্থতায় সালিশী বৈঠকে বিচারও হয় বিধবার। সেই সাথে সতর্ক করা হয় অভিযুক্ত নয়ন শেখ ও তার পরিবারকে। কিন্তু এতকিছুর পরেও গোপনে চলতে থাকে তাদের অবৈধ সম্পর্ক। গতরাতে উভয়ের অন্তরঙ্গ দৃশ্য স্বচক্ষে দেখে ফেলেন মেঝো ছেলে সাগর কুমার দাস। এ ঘটনায় ছেলের ও আত্মীয়-স্বজনদের সাথে কথা কাটাকাটি হয় নিহাতের।

নিহতের ননদ শ্রীমতি অনিমা রানী দাসের দাবি গতরাতের ঘটনায় লজ্জিত এবং একই সাথে অন্তর্ঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ভারতী রানী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী অনিক কুমার দাস জানান, রেললাইনের পাশেই একটি ঘরে শুয়ে ছিলেন নিহত ভারতী রানী দাস। দুপুর ১টা নাগাদ পোড়াদহ থেকে গোয়ালন্দ ঘাট ডাউন শাটল ট্রেনটি বাড়ির কাছাকাছি আসলে দরজা খুলে ঝাঁপ দিতে যায় তিনি। পাশ থেকে আমি হাত টেনে ধরলে এক ঝাটকায় ছুড়ে ফেলে দেন আমাকে। চোখের সামনে বিভৎস এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। কিছু সময়ের জন্য আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। 

এ সময় আশপাশেরপাশে  কয়েকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমারখালী পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মওলানা জানান, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণ পরে জানা যাবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুলাই ২০২৪