Print Date & Time : 12 July 2025 Saturday 12:56 pm

চা শ্রমিকদের দাবি আদায়ে সমাবেশ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চা শ্রমিক ঐক্য গড়ি, প্রাণের দাবী আদায় করি। এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ২০ মে “মুল্লুক চলো আন্দোলনের ১০২ বছর পূর্তি ও চা শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের গানঘর প্রাঙ্গণে এক বিরাট চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই, লংলা, জুড়ি ও বালিশিরা ভ্যালির সমন্বয়ে গঠিত চা শ্রমিক দিবস উদযাপন কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মিছবাহুর রহমান।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রামভজন কৈরির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ (রাজ), মনু-দলই ভ্যালীর কার্যকরী পরিষদের সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ১০২ অতিবাহিত হলেও চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, ভূমির অধিকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কৌটা প্রদান সহ সরকারের কাছে বিভিন্ন দাবি জানান বক্তারা।

দৈনিক দেশতথ্য//এইচ//