Print Date & Time : 6 July 2025 Sunday 5:07 pm

চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ব্যবসায়ীর জরিমানা

খুলনার কয়রা উপজেলায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক উজ জামান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়িতে অপদ্রব্য পুশের খবরে উপজেলার ফুলতলা বাজারে নুর ইসলাম সরদারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।’ অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশের সত্যতা পাওয়ায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক উজ জামান বলেন, বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুশ কৃত বাগদা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৭,২০২৩//