Print Date & Time : 11 May 2025 Sunday 7:54 am

চিকিৎসা জন্য সিঙ্গাপুরে গেলেন খুলনা সিটি মেয়র

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন খুলনা সিটি
কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল
খালেক। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমানের একটি
ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেতার চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

মেয়রের সঙ্গে রয়েছেন তার স্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক
মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাইজি সুমাইরা সুলতানা মেঘলা ও তার জামাই মঈনুল ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ রেদওয়ান মারুফ জানান, মেয়র পূর্বের তুলনায় অনেকটা সুস্থ। তিনি পায়ে হেঁটেই বিমানে উঠেছেন।

দৈনিক দেশতথ্য//এল//