Print Date & Time : 5 May 2025 Monday 1:14 am

চিকিৎসা সহায়তা পেলেন গাংনীর সেই প্রতিবন্ধী

চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের প্রতিবন্ধী অসুস্থ মুসলিমা খাতুন (৩৬)।

রোববার (১৬ এপ্রিল), সকালের দিকে পৃথক পৃথক ভাবে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও স্বেচ্ছাসবী সংগঠন কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজ।

প্রতিবন্ধী অসুস্থ মুসলিমা খাতুনের পক্ষে নগদ অর্থ গ্রহণ করেন, তিনার ভাই সেলিম রেজা।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের প্রতিবন্ধী দীর্ঘদিন যাবত কোমরে হাড় বৃদ্ধি জনিত কারণে অসুস্থ অবস্থায় নানীর বাড়ি শিমুলতলা গ্রামে বসবাস করছেন। চিকিৎসার টাকা যোগান দিতে না পারায় এতিম প্রতিবন্ধী মুসলিমা খাতুনের ভাই দিশেহারা হয়ে গাংনী উপজেলা প্রশাসন ও কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের কাছে অর্থ সহায়তা চেয়ে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু মানবিক দিক বিবেচনায় কিছুটা অর্থ সহায়তা প্রদান করেন।

এর পরপরই গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের অর্থ সম্পাদক, প্রবাস ফেরত ও সমাজসেবক মিশকাত আলী উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

এসময় কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের সদস্য রিমন ইসলাম, সাজু, নাইমও আসাদ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আগামীর পথচলাতে কল্যাণপুর জাগ্রত বিবেক যুবসমাজের পাশে থেকে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান সদস্যরা।

তার অসহায়তা নিয়ে দৈনিক দেশতথ্য, দৈনিক পশ্চিমাঞ্চল, দৈনিক এই আমার দেশ, দৈনিক আমাদের সূর্যোদয়, দৈনিক সময়ের সমীকরণ ও দৈনিক আরশীনগরসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৬,২০২৩//