Print Date & Time : 2 July 2025 Wednesday 4:28 am

চিথলিয়ায় উপজেলা চেয়ারম্যানের পথসভা

মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন। তিনি শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নির্বাচনী পথসভা করেছেন।

পথসভায় গনমানুষের কাছে নৌকার ভোট প্রার্থনা করে কামারুল আরেফীন বলেছেন, বলেছেন, আগামীতে এলাকার উন্নয়ন পেতে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হলে ইউনিয়ন পরিষদে এলাকার ব্যাপক উন্নয়ন মূলক কাজ হবে। এলাকার ভোটাররা ভোট দিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনলে এলাকার যে কোন উন্নয়ন করা সম্ভব হবে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ায় উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে। সেই সকল উন্নয়নের চিত্র তুলে ধরে আপনারা আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা মিলেমিশে দ্বন্দ বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করুন ৷

তিনি আরও বলেন, নাগরিক সেবা পেতে ২ নভেম্বর চিথলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনামুল হক বাবলুকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।

চিথলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী এনামুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু। মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হকসহ দলীয় নেতৃবৃন্দ।

জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//