কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সচিব ছরোয়ার হোসেন ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৭৭ লক্ষ ১১ হাজার ১শ’ ১৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন।
এতে ৭৪ লক্ষ ৭৫ হাজার ৮শ’ ২৮ টাকা ব্যয় ও ২লক্ষ ৩৫ হাজার ২শ’ ৯০ টাকা উৎবৃত্ত ধরা হয়েছে। বাজেট ব্যয়ে উন্নয়ন হিসাব থেকে যোগাযোগ খাতে সর্বোচ্চ ২০লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়াও মহিলা, যুব ও শিশু উন্নয়ন খাতে ১৬ লক্ষ ১৬ হাজার ২শ’ ৮০ টাকা, ভিজিডিতে ১৩ লক্ষ ৩৭ হাজার ২শ’ ৮৮ টাকা, শিক্ষা ও পয়ঃনিষ্কাষন এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১ লক্ষ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। এ
তে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী।
এ সময়ে ইউনিয়ন পরিষদের সদস্য সাহান্নারা খাথুন, সুফিয়া লাইলা, শুকজান খাতুন, কফের আলী, আব্দুস সাত্তার, আব্দুল গণি, গোলাপ আলী প্রামানিক, মমিন আলী প্রামানিক, রহিম মোল্লাহ, হামিদুল ইসলাম, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//

Discussion about this post