Print Date & Time : 21 April 2025 Monday 7:10 pm

চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মিরপুর উপজেলাধীন চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মিরপুর উপজেলাধীন চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা’র আমলে ২০১৪ সালে বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে বার বার মানুষের ভোটাধিকার হরণ করে তিনি বাকশাল কায়েম করেছিলেন। স্বৈরচার হাসিনা ক্ষমতাকে স্থায়ী ভাবে পাকাপোক্ত করতে গিয়ে বিএনপি’র লক্ষ লক্ষ নেতা-কর্মীর নামে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া ও জেলে পাঠিয়েছিল।

মিরপুর ও ভেড়ামারার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, এই দুই উপজেলায় যত উন্নয়ন হয়েছে তা আমার হাত দিয়ে বিএনপি’র সময় হয়েছে। এলাকায় যত কাঁচা রাস্তা ছিল তা সবই আমার সময়ে পাকা করণ করা হয়েছে। এছাড়াও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও এবং একাডেমিক ভবন হয়েছে আমার হাত দিয়ে। শহীদুল ইসলাম আরো বলেন, স্বৈরচার হাসিনার অহংকার ও পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ‘অস্পষ্ট’ বলে অভিহিত করে তিনি অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেন।

সম্মেলনের উদ্বোধন করেন, মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুজ্জামান শাহীন।

এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, আবজাল হোসেন, নুরে আল আমিন বুলবুল, বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, পৌর বিএনপি’র সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে গোলাপ আলী মেম্বারকে সভাপতি, রফিকুল ইসলাম লালনকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল্লাহেল বাকীকে সাধারণ সম্পাদক, জিহাদ আলী ও মনিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।