এম আনোয়ার হোসেন নিশি, কুষ্টিয়া:
মিরপুর উপজেলার চিথলিয়া বাজারের পাশে অবস্থিত ম্যাথশিমন কোচিংয়ের উদ্দে্াগে ৩৫ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাথমিশন কোচিং সেনটারের পরিচালক স্বপন ইসলাম, প্রধান অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামূল হক বাবলু, বিশেষ অতিথি ছিলেন সাগর খালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, শিক্ষক ইমদাদুল হক ও ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্পব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন কোচিং সেন্টারের পরিচালক স্বপন ইসলাম।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৭,২০২৪//