Print Date & Time : 23 September 2025 Tuesday 2:25 am

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক এবাদুল হক

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি বৈশাখী টিভি নিউ এজ ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. এবাদুল হক আর নেই।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে ডায়েবিটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

বুধবার  আকবরিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদে (আরজি-নওগাঁ মধ্যপাড়া) সকাল ১০ টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। লাটাপাড়া মুজাদেদিয়া জামে মসজিদে খতিব আলহাজ্ব জয়নাল আবেদীন জানাযা পড়ান।

পড়ে তার গ্রামের বাড়ি নওগাঁ সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এবাদুল হক নওগাঁয় পত্রিকার এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব সাংবাদিক ইউনিয়ন ইউনাইটেড প্রেসক্লাবসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২৪//