মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মিরপুর উপজেলা জাসদের সভাপতি, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ মুহাম্মদ শরীফ ওরফে সফো। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই পুত্র-নাতি-নাতনি-ভাই বোনসহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানাতে উপস্থতি হয়ছেলিনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। তাকে গার্ড অব অনার দেওয়ার সময় রাষ্ট্রপতির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম। গার্ড অব অনার পরিচালনা করেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।
মুক্তিযোদ্ধাদের পক্ষে কফিনে পুষ্প মাল্য প্রদান করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন খান, শেখ নজরুল করিম, সাবেক ডেপুটি কমান্ডার এনামূল হক বিশ^াস। জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল হালিম পিপি জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সভাপতি আলহাজ¦ গোলাম মহাসিন, মিরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ এনামূল হক, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাঃ আব্দুল গফুর, অধ্যাপক আবুল হাসেম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এসএম আনছার আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক আতা, উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কারশেদ আলম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা কর্মীরা।
মুহাম্মদ শরীফের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ২ বার। প্রথমে মিরপুর ফুটবল মাঠে বেলা ২ টায়। অপর টি হয় প্রয়াতের গ্রামের বাড়ী বহলবাড়ীয়া ইউনয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামের শরীফ মার্কেটের পাশের প্রয়াতের হাতে গড়া নওদা বহলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে। জানাজা শেষে তাকে গ্রামের গোরস্থানে দাফন করা হয়।

Discussion about this post