Print Date & Time : 23 April 2025 Wednesday 5:36 pm

চিলমারীতে সন্ত্রাসী বাহিনীর হামলায় একজন আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের মাহাবুর মন্ডল বাহিনীর হামলায় কৃষক মহিরউদ্দীন ফকির গুরুতর আহত হয়েছেন।

হামলায় আহত মহিরউদ্দীন ফকিরের বাড়ি চিলমারী পশু হাট এলাকায়। তিনি মৃত আসকর ফকিরের ছেলে। কৃষক মহিরউদ্দীন ফকির  সাংবাদিকদের কাছে জানান, বুধবার ২ আগস্ট বুধবার রাত ১ টার সময় মাবাবুব মন্ডল তার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা ৭/৮ জন মিলে আমার বাড়িতে গরু চুরি করতে আসে। আমি বাধা দিলে তারা অতর্কিত হামলা করে। এ সময় আমার আমার একটি গরু নিয়ে যায় নিয়ে যায়। আমি এ বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও মাহাবুব মন্ডল, সালাউদ্দীন মন্ডল মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ও চিহ্নিত সন্ত্রাসী। জনতার হাতে হামলাকারী মাহাবুব মন্ডল, আলমগীর মন্ডল, সালাউদ্দিন মন্ডল, কাদের মন্ডল আটক হয়। বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আমি এই বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপরোক্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৪ জন আটক করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ আগস্ট ২০২৩