Print Date & Time : 21 July 2025 Monday 6:39 pm

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে হত্যার দায়ে তিন জনের মৃত্যুদন্ড

চুয়াডাঙ্গায়  ইজিবাইক  চালককে  হত্যার  দায়ে  তিন  জনের  মৃত্যুদন্ড  এবং  প্রত্যেককে  ২০  হাজার  টাকা  জরিমানার  আদেশ  দিয়েছেন  আদালত।  একই  মামলায়  ১  জনকে  ২  বছরের  কারাদন্ড  এবং  ২  জনকে  খালাস  দেওয়া  হয়।  বুধবার  (৩০  আগষ্ট)  বেলা  ১২টায়  জনাকীর্ণ  আদালতে  অতিরিক্ত  জেলা  ও  দায়রা  জজ-২  আদালতের  বিচারক  মাসুদ  আলি  এ  রায়  ঘোষণা  করেন।  মৃত্যুদন্ড  প্রাপ্ত  আসামিরা  হলো  ফজলুর  রহমান,  দীপক  কুমার  ও  আবু  সুফিয়ান।

মামলার  বিবরণে  জানা  যায়,  চুয়াডাঙ্গার  ফার্ম  পাড়ার  জহুরুল  পেশায়  ইজিবাইক  চালক।  আসামিরা  ইজিবাইক  ছিনতাইয়ের  উদ্দেশ্যে  ২০১১সালের  ১০  আগস্ট  দুপুরে  দর্শনার  পরানপুর-লোকনাথপুর  সড়কের  পাশে  বেগুন  ক্ষেতে  ইজিবাইক  চালক  জহুরুলকে  গলা  কেটে  হত্যা  করে। 

এ  ঘটনায়  পুলিশ  বাদী  হয়ে  দামুড়হুদা  মডেল  থানায়  হত্যা  মামলা  দায়ের  করেন।  পুলিশ  তদন্ত  শেষে  ২০১১  সালের  ৩০  নভেম্বর  ৬  জনকে  আসামি  করে  আদালতে  অভিযোগ  পত্র  দাখিল  করেন। 

আসামিরা  হলেন  ফজলুর  রহমান,  শ্রী  দীপক  কুমার,  আবু  সুফিয়ান,  দিলন,  আনোয়ার  হোসেন  ও  জয়নাল  হাওলাদার।

১২  জন  স্বাক্ষীর  স্বাক্ষ্য  গ্রহন  করা  হয়।  বুধবার  (৩০  আগষ্ট)  অতিরিক্ত  জেলা  ও  দায়রা  জজ-২  আদালতের  বিচারক  মাসুদ  আলি  এ  রায়  ঘোষণা  করেন।  আসামিদের  মধ্যে  মৃত্যুদন্ড  প্রাপ্ত  আসামি  ফজলুর  রহমান  এবং  ২  বছরের  দন্ডপ্রাপ্ত  আসামি  জয়নাল  হাওলাদার  পালাতক  রয়েছে।  খালাস  দেওয়া  হয়েছে  দিলন  ও  আনোয়ারকে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩০,২০২৩//