শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে কিশোর সোহান (১৪) কে সামান্য পরিত্যক্ত নলকুপের বাকেট চুরির অপবাদে মির্মন ভাবে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি করেছে।
আজ মঙ্গলবার এই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুর ১২ টায় উপজেলার ভোটমারী ইউনিয়নের ব্যাঙ্গেরহাট গ্রামে।
জানা গেছে, কিশোর সোহান পথ হাঁটতে গিয়ে টিউবয়েলের সকেট টি পায়ে লাগে। সে সকেট টি কুড়িয়ে নিয়ে আসে। সকেট হাতে কয়েক জন দেখে তাকে চোর সন্দেহে নির্মমভাবে নির্যাতন করে। এসময় তার কথা কেউ শুনেনি। সে এতিম কিশোর হওয়ায় গ্রামটিতে সেই মূহুর্তে প্রতিবাদ করার মত কেউ সাহস দেখায়নি। এতিম এই কিশোরকে স্থানীয় ১টি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে রশিদিয়ে হাতপা বেঁধে প্লাস দিয়ে চামরা টেনে টেনে নির্যাতন করা হয়। সারা শরীরে মারধর ও বাঁশ ডলা দিয়ে দিনব্যাপী নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। নির্মম নির্যাতনের শিকার কিশোর বর্তমানে সু- চিকিৎসা নিচ্ছে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে । অচেনা মানুষ দেখলে সে চমকে উঠছে। হাসপাতালে ভর্তি রেজি: নং ৩৩৬৩/২২ বেড নং ০৬। সে উত্তর জামির বাড়িমজিবর রহমানের ছেলে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//