Print Date & Time : 16 September 2025 Tuesday 2:06 pm

চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ভূজপুর থানাধীন দাঁতমারায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার (১৫ আগষ্ট) সকালের দিকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ভূজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নের বাংলা পাড়া গ্রামের জন্তুর আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, গত ১৪ আগষ্ট সকাল ৯ টায় দাঁতমারার হেয়াকো বাজারে রফিকের পাশের দোকানে মোবাইল চুরির মতো সাজানো ঘটনায় তিনি অপমান সহ্য করতে না পেরে বিষপান করেন। 

ঘটনার বর্নানায় পরিবার জানিয়েছেন, একই বাজারে রফিকুলের কাঠের নকশা তৈরির দোকান করেন। পাশের দোকানদার ওসমান। রফিকুল ভালো নকশার কাজ করেন। এজন্য তার ক্রেতা বেশি। এটা সহ্য করতে পারেনি পাশের দোকানদার ওসমান। ঘটনার দিন রফিকুলের দোকানের ভেতর হারুন, মোখলেছ, তাহের, রাজন ও কালাম মিলে একটি মোবাইল ফেলে রাখেন। তখন এরা মোবাইল চুরির ঘটনা সাজিয়ে স্থানীয় জনৈক কমলের অফিসে রফিকুলকে নিয়ে যান। ওখানে রফিককে মারধর করে চোর বলে আক্ষায়িত করেন। ৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করেন। সে অপমান সহ্য করতে না পেরে ১৪ আগষ্ট ৩টায় বাসায় বিষ পান করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকের পরিবারের পক্ষ থেকে ভূজপুর থানায় লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে বলে স্ত্রী কুলসুম দাবি করেন।

রফিকের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে।

এলাকাবাসীর দাবী রফিককে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, রফিকুল ইসলাম সাদাসিধে ও অত্যন্ত সরল প্রকৃতির ছিল। পূর্বে কোনদিন তার বিরুদ্ধে চুরি বা খারাপ কাজের কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন,  মোবাইল চুরি করার কথা সঠিক। স্থানীয়ভাবে বিচার করেছে। মোবাইলটি ফেরত দেওয়া হয়েছে। পরে অপমানে বিষপান করে। চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত করতেছি। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবো।

আর//দৈনিক দেশতথ্য//১৫ আগষ্ট-২০২২