Print Date & Time : 5 September 2025 Friday 4:01 am

চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক ছাত্রদল নেতা আব্দুল আজিজ নভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জামিন দেয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নভেল উপজেলার চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজী মোখলেছুর রহমান ভূঁইয়া বাড়ির আমির হোসেনের ছেলে।

এডভোকেট শংকর চন্দ্র ভৌমিক বলেন, নভেল প্রতিবেশি আবু ছায়েদের কাছে ঘর বন্ধক রেখে দুটি চেক দিয়ে বড় অংকের টাকা নেয়। পরে একটি ঘর গোপনে তিনি অন্যত্র বিক্রি করে দেন। ঘর ভাড়ার টাকার জন্য গেলে ভাড়াটিয়া বিষয়টি আবু ছায়েদকে জানান। পরবর্তীতে চেক নগদায়নের জন্য ২০২৫ সালের ৭ মে রুপালী ব্যাংকের বসুরহাট শাখায় গিয়ে জানতে পারেন নভেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। চেক ডিজঅনার হওয়ার পর নভেলের বিরুদ্ধে মামলা হলে সমন জারি করা হয়।
এরপর তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে (মেটার অফ ট্রায়াল) সেকশনটা বেল এবল হওয়ায় বিচারক তাকে জামিন দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওয়ারেন্টমূলে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।