Print Date & Time : 8 July 2025 Tuesday 7:10 am

চেয়ারম্যান প্রার্থী তানভীরের পক্ষে নির্বাচনী মিছিল

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:– আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের পক্ষে দেড় শতাধিক অটোবোরাক নিয়ে নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ মে) শোডাউনটি দেবোত্তর ইউনিয়ন থেকে শুরু করে চাঁদভা ইউনিয়ন ও মাজপাড়া ইউনিয়ন হয়ে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে শেষ হয়।

এছাড়াও আগের দিন আটঘরিয়া পৌরসভায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোটার ও কর্মীরা অংশগ্রহণ করে অপর একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ মে) উপজেলা সদর দেবোত্তর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরাস্তায় শেষ হয়।তানভীর ইসলামের মোটরসাইকেল প্রতীকের ব্যানার ফেস্টুন সহ মিছিল দেবোত্তর বাজারের চতুর্দিক প্রদক্ষিণ করে। এ মিছিলে দেবোত্তর, রাধাকান্তপুর, বরুরিয়া, কুর্ন্দপপুর, চক-ধলেশ্বর, বিশ্রামপুর, রামচন্দ্রপুর প্রভৃতি গ্রামের ভোটার ও কর্মীরা অংশগ্রহণ করে।মিছিল শেষে তানভীরের পক্ষে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//