সেলিম আহামেদ তাক্কু ॥ ৮ই ডিসেম্বর : ৫ম ধাপে এক যোগে দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।এসব জায়গায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে। ৭০৭টি ইউপির মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন দেশতথ্য পত্রিকার ষ্টাফ রির্পোটার সাংবাদিক একে এম ওয়াহিদুজ্জামান অর্ক । বুধবার ৮ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমাদানের ১ দিন আগে ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও ট্রাক এবং নসিমনসহ বিভিন্ন যানবাহনে শোডাউন করে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং অফিসারের কাছে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার খবর পাওয়া গেছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১২ ডিসেম্বর। এবং মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১৯ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে।

Discussion about this post