Print Date & Time : 1 July 2025 Tuesday 5:32 pm

চোরাই পোল্ট্রি ফিডসহ চোর চক্রের ৬ জন আটক

:চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে চোরাই ২৫০ বস্তা পোল্ট্রি ফিডসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানাধীন সরাইপাড়ায় পরিচালিত অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলেন মো. নুর নবী সোহেল (৩১), মো. সাজাহান (৩২), মো. সজিব (২৭), মো. আশরাফুল ইসলাম (২০), বাচা মিয়া (৩৬) ও মো. সোহা (২৮)।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির (উত্তর) বিশেষ টিমের ইনচার্জ পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সরাইপাড়া আফরিনা পোল্ট্রি ডিমের আড়ত ভেলুয়া দীঘির উত্তর পাড়ে কাভার্ডভ্যানের দরজার লক বিশেষ কায়দায় খুলে কাভার্ডভ্যান থেকে পিকআপযোগে পোল্ট্রি ফিড চুরি করার সময় হাতেনাতে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপসহ সর্বমোট ২৫০ বস্তা চোরাই পোল্ট্রি ফিড জব্দ করা হয়।তিনি বলেন, মালামালগুলো সীতাকুণ্ড থেকে পাহাড়তলী থানাধীন করিমফাইব গোডাউনে যাওয়ার কথা থাকলেও কাভার্ডভ্যান ড্রাইভার উল্লেখিত ঘটনাস্থানে নিয়ে গিয়ে চোর চক্রের সদস্যদের যোগসাজশে উল্লেখিত মালামালসমূহ চুরি করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতদের নিকট হতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এই চক্রকে আটকের জন্য ডিবি পুলিশ দীঘদিন কাজ করে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় উক্ত পোল্ট্রি ফিডের আমদানিকারক প্রতিষ্ঠান বাদী হয়ে এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//