নওগাঁর ধামুইরহাট সীমান্তে চোরাকারবারির ছুরিকাঘাতে ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেন গুরুতর জখম হয়েছেন। আজ শুক্রবার (৪নভেম্বর) ভোর রাত ৩টার দিকে বস্তাবর শাখাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি। অপর সোর্স তারেককে প্রথমে পত্নীতলা পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বস্তাপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহলে ছিলেন। রাত ৩টার দিকে চোরাকারবারিদের একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারেক রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন জানান, আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জা// দৈনিক দেশতথ্য// ০৪, নভেম্বর ২০২২//