হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাসানপুর গ্রামে চোর ধরে পুলিশে সোপর্দ করার পর এখন উল্টো বিপাকে গ্রামবাসী। গ্রামের বেশ কয়েকজনের নামে থানায় জমা হয়েছে চাঁদাবাজির অভিযোগপত্র।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।লিখিত সংবাদ পাঠ করেন উপজেলার রিফাইতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু। সেখানে উল্লেখ করা হয়, গত ১২ আগস্ট রাত আনুমানিক ২ টার পরে মোঃ আকরামুল হক, পিতা মোঃ আশরাফ আলী, গ্রাম:হাসানপুর, দৌলতপুর, কুষ্টিয়ার বাড়িতে চোর ঢুকেছে এমন ডাক চিৎকারে এলাকাবাসী হাজির হয় এমন ডাক চিৎকারে আমি সেখানে গেলে দেখি,এলাকাবাসী পাশের গ্রামের রনি নামে একজনকে চুরি করা অবস্থায় আটক করেছে। আমি সাথে সাথে ৯৯৯ এ ফোন দেই এবং দৌলতপুর থানা পুলিশ আসলে রনিকে পুলিশে তুলে দেয় গ্রামবাসী এবং বাড়িওয়ালা মোঃ আকরামুল হক বাদি হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দেন।
পরে হঠাৎ কিছু মিডিয়ায় আমার নামে চাঁদাবাজ বলে সংবাদ প্রচার করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি বিষয় জানিয়ে রাখি রনি ২০২২ সালে ২৮ জুন পুলিশের পোশাক সহ প্রতারণা মামলায় কুষ্টিয়ার র্যাব ১২ এর হাতে আটক হয়, এছাড়াও ২৮ শে মে ২০২৩ সালে অপহরণ ও প্রতারণা মামলা আটক হয় রনি । রনির নামে দৌলতপুর সহ বিভিন্ন থানায় চারটির অধিক অপহরণ ও প্রতারণার মামলা রয়েছে। রনি একজন এলাকার চিহ্নিত চোর ও প্রতারক। বর্তমানে সে বিএনপির এক নেতার আশ্রয় প্রশ্রয় চুরি ও প্রতারনার বিশাল এক চক্র গড়ে তুলেছে। তাই সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সুশীল সমাজের কাছে দাবি বিষয়টি সঠিক তদন্ত করে তুলে ধরার জন্য। এসময় ঐ গ্রামের কয়েকশ লোক উপস্থিত ছিলেন।

Discussion about this post