Print Date & Time : 28 August 2025 Thursday 8:09 am

চৌগাছায় কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে চৌগাছায় এক কলেজছাত্রী (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় প্রেমিক ধর্ষক সুশান্ত দাসকে (২১) আটক করেছে পুলিশ৷

আটক সুশান্ত দাস চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের সুখদেব দাসের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (মুসলিম) ও অভিযুক্ত সুশান্ত একই কলেজে পড়াশোনা করেন। তারা দুজন কলেজ শেষ করে চৌগাছা-মহেশপুর কাটগড়া বাওড়ে ঘুরতে গেলে সুশান্ত ছাড়া আরো তিন যুবক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার করে।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আল ইমরান বলেন, মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা করা হয়েছে বলে মাথা নেড়ে সম্মতি দেয়।

চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, মেয়েটিকে মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মেয়েটির হাতে, শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//