Print Date & Time : 5 July 2025 Saturday 12:15 pm

ছত্রীসগঢ়ে বঙ্গীয় সাহিত্য সংস্থার সভা অনুষ্ঠিত

ভারতের ছত্রীসগঢ়ে বঙ্গীয় সাহিত্য সভার ২৩৩ তম্ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ছত্রীসগঢ়ের স্মৃতি নগর ভিলাই এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার সহ সভাপতি শ্রীমতী বাণী চক্রবর্তীর বাসস্থানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাণী চক্রবর্তীর সদ্য প্রকাশিত বাংলা কাব্য গ্রন্থ “অন্তর্লীন অবরোহন” বইটি মোড়ক উন্মোচন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গীয় সাহিত্য সংস্থার সভাপতি ডাক্তার ভবানী মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন ছত্রীসগঢ় আস-পাশ পত্রিকার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। হরিয়ানা গুডগাঁও থেকে লেখক রঞ্জন রায় ওই সভায় উপস্থিত ছিলেন।

বঙ্গীয় সাহিত্য সংস্থার সচিব গোবিন্দ পাল এই অনুষ্ঠানের পরিচালনা করেন। অনুষ্ঠানের প্রথমেই বাণী চক্রবর্তীকে পুষ্প স্তবক ও শ্রী ফল দিয়ে সন্মানিত করে তার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এরপর সর্বভারতীয় গল্প মালার অন্তর্গত ডায়মন্ড পকেট বুকস এর প্রকাশিত “২১ শ্রেষ্ঠ বালমন কী কহানিয়া ছত্রীসগঢ়” বইটির লোকার্পণ করা হয়। বইটি সম্পাদনা করেছেন সুপ্রসিদ্ধ হিন্দি ও বাংলা শিশু সাহিত্যিক গোবিন্দ পাল।

বাণী চক্রবর্তীর নিজের কাব্য গ্রন্থটির থেকে তিনটি কবিতা পাঠ করে শোনান। এরপর উপস্থিত সাহিত্যিকরা বাণী চক্রবর্তীর বইটির উপর বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন দীপক সরকার, দুলাল সমাদ্দার, পল্লব চ্যাটার্জি, প্রকাশ চন্দ্র মন্ডল, বাসুদেব ভট্টাচার্য, গীতা সরকার, গোপেশ রঞ্জন, স্মৃতি দত্ত, দীপালী দাশগুপ্ত, সমরেন্দ্র বিশ্বাস, সোমালী শর্মা, রবীন্দ্রনাথ দেবনাথ, শুভেন্দু বাগচী, পূরবী ঘোষ প্রমুখ। সভায় যোধপুর থেকে ভিডিও কলে প্রাণজী বসাক সাহিত্য সভায় উপস্থিত হয়ে বাণী চক্রবর্তী সহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এবি//দৈনিক দেশতথ্য//১ এপ্রিল, ২০২২//