হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
মঙ্গলবার (২৮ জুন ২০২২ ইং) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এতে ৫০৮ভোটের মধ্যে ৪৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার সর্দার আবু সালেক।
এতে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, (প্রথম- ২৩৮ভোট)মো.আলিহিম মন্ডল, (দ্বিতীয়- ২৩৩ভোট)মো.আজিজুল ইসলাম, (তৃতীয়- ২১৮ভোট)মো.ফাইনাল
হোসেন,(৪র্থ-১১৪ ভোট)মো.ফাইনাল হক ও সংরক্ষিত মহিলা সদস্য (১ম-২২৯ভোট) মোছা.ফুলজান খাতুন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post