Print Date & Time : 22 April 2025 Tuesday 1:07 pm

ছাত্রদল নেতৃবৃন্দের গ্রেফতারে কুষ্টিয়া বিএনপির প্রতিবাদ

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক বিবৃতিতে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, আশরাফুল ইসলাম, সাব্বির ও বাপ্পি সহ ১০ জনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বিএনপির নেতৃত্বে যখন দেশে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলমান, সেই সময় এই আন্দোলনকে স্তব্ধ করার ব্যর্থ চেষ্টার অংশ হিসেবে ছাত্রদল নেতৃবৃন্দদের গ্রেফতার করে সাজানো অস্ত্র মামলা দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। নিরপরাধ ছাত্রদল নেতাদের গ্রেফতার করে সাজানো অস্ত্র মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা বর্তমান ক্ষমতাসীন দলের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।

নেতৃবৃন্দ আরো বলেন, পর্বতসম অন্যায়, অবিচার, দূর্নীতি, নির্যাতন করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার ষড়যন্ত্র ধুলিস্যাৎ করে দেবে এদেশের জনগণ। নেতৃবৃন্দ অবিলম্বে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি সহ ১০জন ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৫,২০২২//