Print Date & Time : 10 May 2025 Saturday 3:26 pm

ছাত্রলীগের কমিটি থেকে বিএনপি-জামায়াতীদের অপসারণ দাবিতে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির আহ্বায়কসহ  বিএনপি-জামায়াত পরিবারের সদস্যদের  কমিটি থেকে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বশেফমুবিপ্রবি শাখা ছাত্রলীগ।

বুধবার (১৪সেপ্টেম্বর) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যগ্ম-আহৃবায়ক ইরফান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূরে জান্নাত, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সোহাগ, লালন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যার নায়ক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বিএনপি পরিবারের সদস্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির আহ্বায়ক। এছাড়া  জামায়াত শিবিরের সদস্যরাও এ কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যকে তদন্ত পূর্বক জামায়াত বিএনপি পরিবারের সদস্যদের কমিটি থেকে অপসারণের দাবিও জানান তারা।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//