Print Date & Time : 3 August 2025 Sunday 8:00 pm

ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ফাঁস! বহিস্কার

শেখ সুদীপ্ত শাহীন,লালমনিরহাট:
মমিনুর ইসলাম পাটোয়ারী ফুয়াদ পাটোয়ারী (১৮) নামের এক ছাত্রনেতার মাদক সেবনের ভিডিও ফাঁস হয়েছে ।

আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তিন টি ভিডিও পাওয়া গেছে। যার স্থায়ীত্ব ১৫, ১৯ ও ৩ সেকেন্ড করে।

মাদকসেবী ব্যক্তি জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। সে একই উপজেলার নবীনগর গ্রামের বাবুর আলীর ছেলে।

দুইজন মাদক সেবিকে নিয়ে একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে বসে হেরোইন সেবন করছেন ছাত্রনেতা ফুয়াদ পাটোয়ারী। এ সময় একজন কে অশ্রাব্য ভাষায় কথা বলতে শুনা যাচ্ছে। এদিকে এই ভিডিও ফাঁসের জের ধরে আজ রবিবার বিকালে ফুয়াদ পাটোয়ারী কে ছাত্রলীগের কমিটি হতে বহিষ্কার করা হয়েছে।

বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারণ সম্পাদক মারুফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে তাঁকে বহিস্কারের খবর নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//