নওগাঁ প্রতিনিধি:
দীর্ঘ দশদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন সাবেক ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন শান্ত এ সময় তাকে বালুডাঙ্গা এলাকাবাসী আনন্দ র্যালি করে বরণ করে নেন।
এর আগে বিকাল ৪টার দিকে মোশাররফ হোসেন শান্ত কে দেওয়া আদালতের জামিনের বেলবন নওগাঁ জেল কারাগারে পৌঁছায়।
জামিনে মুক্তি খবর পেয়ে ৫শতাধিক এলাকাবাসী জেল গেইটের সামনে ফুলের মালা হাতে নেতার জন্য দির্ঘ সময় ধরে অপেক্ষায় থাকে কারাগার থেকে কখন নেতা বেরিয়ে আসবে।
মুক্তির পর জেল গেটে এই নেতা মোশাররফ হোসেন শান্ত’কে ফুলের মালা দিয়ে একে একে বরণ করে নেয় ও নেতাকে জরিয়ে ধরে আবেগাপ্লুত হোন এই নেতার ভক্তরা।
দৈনিক দেশতথ্য//এইচ//