শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় শিক্ষার্থী প্রমিজ নাগের আত্মহত্যা প্ররোচণা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রেমিকা সুরাইয়া ইসলাম মিম।
শনিবার (২৫ জুন) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আল আমিন আসামি মিমের জবানবন্দি রেকর্ড করেন পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
সোনাডাঙ্গা মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো: আতিক মাহমুদ চৌধুরী আসামির জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৪ জুন) র্যাব নড়াইল জেলার মাসুমদিয়া এলাকা থেকে মিমকে আটক করে। ওইদিন রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ সম্ভব হচ্ছে না।
এর পর রাতে সে জবানবন্দি দিতে রাজি হলে শনিবার (২৫ জুন) সকাল ১০ টার দিকে তাকে আদালতে উপস্থিত করা হয়। এর পর মিম ৩ ঘন্টা যাবত ঘটনার বিবরণ দিয়ে আদালতকে সকল ঘটনা অবগত করে। তবে আত্মহত্যা প্ররোচনার জন্য মিম দায়ী বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই হরসিৎ মন্ডল বলেন, ২০২০ সালে নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রমিজ । এক পর্যায়ে এক সেমিস্টারের বড় মিমের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, পরে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। মিম প্রায়ই প্রমিজের মেসে গিয়ে সময় কাটাত। দীর্ঘক্ষণ অবস্থান করার পর সেখান থেকে বের হয়ে নিজের ভাড়াবাড়িতে চলে যেত। তদন্তে প্রকাশ পায় যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বিদ্যমান ছিল। যেদিন প্রমিজ আত্মহত্যা করে সেদিন দুপুরেও মিমের অবস্থান ওই বাড়িতে ছিল বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। মিম দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।
সর্বশেষ শনিবার (২৫ জুন) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আল আমিন আসামি মিমের জবানবন্দি রেকর্ড করে পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক দেশতথ্য//এল//