Print Date & Time : 27 August 2025 Wednesday 1:24 am

ছিনতাইকারী সালেহ আহমদকে গ্রেফতারের দাবি

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : ছিনতাইকারী বিকাশ প্রতারক সালেহ আহমদ (৩২) কে এখনওগ্রফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়,গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় দোয়ারাবাজার উপজেলার পূর্ব নৈনগাঁও একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে নিয়ে পশ্চিম মাছিমপুর গ্রামের আওয়ামীলীগ নেতা মৃত আব্দুল আওয়াল দলিক এর পুত্র মোঃ এনামুল হাসান হৃদয় (৩২) কাছ থেকো নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই করে নেয় ও মারধোর করে।

ঘটনার পর গুরুতর আহত এনামুল হাসান হৃদয় (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবুসহ উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে দেখতে যান। ঘটনার দায়ে আহত এনামুল বাদী হয়ে ছিনতাইকারী পূর্ব নৈনগাঁও গ্রামের মোঃ আবুল কালামের পুত্র জামিল মিয়া (২০) ও সালেহ আহমদ (৩২),মৃত আব্দুল মতলিবের পুত্র সাইফুল ইসলাম (৩০),আব্দুল খালিদ এর পুত্র হাবিব মিয়া (২৭) সহ অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় দন্ডবিধি আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ ধারায় মামলা নং ১৪ তাং ১৭/০২/২০২৩ইং দায়ের করেন।

এই ঘটনায় প্রধান আসামি জামিল মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার মূলহুতা বিকাশ প্রতারক সালেহ আহমদ এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে।
মামলার বিবরণে প্রকাশ,গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিন স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার পথে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও স্মার্টফোন ছিনতাই করে নেয় সালেহ আহমদ চক্র। বর্তমানে আহত এনামুল হাসান হৃদয় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী, ছিনতাইকারী সালেহ আহমদকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন,“খুব বিপদে আছি, আত্মীয় ঢাকা হাসপাতালে ভর্তি, জরুরী ভিত্তিতে টাকা পাঠাতে হবে। আমার ভাই টাকা নিয়ে আসছে তার আগে টাকাটা পাঠাতে হবে ঢাকায়। ভাই আসতে আসতে টাকাটা পাঠিয়ে দিন বিকাশে ততক্ষণ আমি এখানেই থাকবো”এরকম বিভিন্ন প্রতারণামূলক কথাবার্তা বলে বিকাশ এজেন্টদের ভুলিয়ে ক্যাশ টাকা ছাড়াই টাকার কথা বলে নিজের বিকাশে টাকা ঢুকায় প্রতারক সালেহ আহমদ। দোকানে কিছুক্ষণ অবস্থান করে বারবার ফোনে তাগাদা দিতে থাকে টাকা নিয়ে আসার জন্য। সুযোগ বুঝে টাকা না দিয়েই চম্পট হয়ে যায় দোকান থেকে। একই পদ্ধতিতে গত ডিসেম্বর মাসে দুদিনে সুনামগঞ্জ জেলা শহরের কয়েকটি দোকানের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ঐ প্রতারক। পুলিশি ঝামেলা এড়াতে প্রতারণার শিকার হওয়া তিন দোকানী আটক প্রতারক সালেহ আহমদকে ছেড়ে দেয়ায় এনামুল হাসান হৃদয়ের টাকা ছিনতাইয়ের সুযোগ পায় সে। অবিলম্বে তাকে গ্রেফতার না করলে আরো অনেকে তার হাতে ছিনতাইয়ের শিকারসহ প্রতারিত হবেন বলে আশংকা করছেন এলাকার লোকজন।
দোয়ারাবাজার থানার ওসি নন্দলাল ধর বলেন, আমরা ছিনতাই এর ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি। দায়েরকৃত উক্ত মামলার অপর আসামি সালেহ আহমদসহ জড়িত সকলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//